পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে
অবস্থিত হুওয়ারা শহরের একটি কারওয়াশের দোকানের মধ্যে ওই গুলিবর্ষণের ঘটনা
ঘটে। ঘটনাস্থলেই দুই ইসরাইলির মৃত্যু হয়।ইহুদিবাদী সেনারা গুলিবর্ষণকারী
ফিলিস্তিনি বন্দুকধারীকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ইসরাইলি নিরাপত্তা সূত্র প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে, বন্দুকধারী ব্যক্তি পায়ে হেঁটে ওই কারওয়াশে আসেন এবং একটি হ্যান্ডগান দিয়ে দুই ইসরাইলিকে গুলি করে পালিয়ে যান। তবে ওই ফিলিস্তিনি কীভাবে পালিয়ে গেলেন তা স্পষ্ট নয়।
পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের গুলিতে ৩২ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবক নিহত হওয়ার দু’দিন পর এই গুলিবর্ষণের ঘটনা ঘটল। বৃহস্পতিবার জেনিন শহরে ইসরাইলি সেনারা ৩২ বছর বয়সি ফিলিস্তিনি যুবক মুস্তাফা আল-কাস্তুনিকে মাথা, বুক ও পেটে গুলি করে হত্যা করে।
হামাস ও জিহাদ আন্দোলনের প্রতিক্রিয়া
গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ ওই হামলার ভূয়সী প্রশংসা করে একে ‘হুওয়ারার বীরোচিত গুলিবর্ষণ’ বলে বর্ণনা করেছে।#
342/